রাজশাহীতে পরিচয়ের জুলাই ভাবনা ও বিপ্লবের কবিতা পাঠ

প্রেজ বিজ্ঞাপ্তি | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ২২:৪৯; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭

ছবি: সংগৃহিত

আওয়ামী ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠের নামই জুলাই বিপ্লব। সাংস্কৃতিক পটপরিবর্তন এবং রুপান্তরের নামে শিল্প-সাহিত্যের কুরুচিপূর্ণ বিকৃতির বিরুদ্ধে এ বিপ্লব একটি কঠোর বার্তা দিয়ে যাচ্ছে। তাই ইতিহাসের বিশুদ্ধ পথে শিল্প সাহিত্যেন নতুন বয়ান তৈরি করা লেখকের সবচেয়ে বড় দায়িত্ব। সম্প্রতি পরিচয় সংস্কৃতি সংসদের আয়োজনে ‘জুলাই ভাবনা ও বিপ্লবের কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান।

পরিচয়ের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা লিটারেচার সম্পাদক কবি সায়ীদ আবু বকর, কবি ও গবেষক ড. আবু নোমান, ড. মুহাম্মদ আবদুল কাদের, গল্পকল্প সম্পাদক মাতিউর রাহমান, নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, হাইফেন সম্পাদক কবি প্রত্যয় হামিদ, কবি ওয়াহিদ আল হাসান, রৌদ্রলিপি সম্পাদক মনির বেলাল প্রমুখ।

অনুষ্ঠানে লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি এরফান আলী এনাফ, অনির্বাণ সম্পাদক কবি জামাল দীন সুমন, ড. মঞ্জিলা শরীফ, কবি তৌফিক মুহাম্মদ, কবি নাহিদা আকতার নদী, কবি সরদার মুক্তার আলী, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি ফারহানা শরমিন জেনী, কবি সেলিম আল সাঈদ, দেওয়ান রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান আবিদ প্রমুখ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top