স্বাধীনতা দিবসে হিমেল আহমেদ’র ছড়া ‘অপারেশন সার্চলাইট’
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১ ০২:০৯; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৪:৩১

একাত্তরের পঁচিশে মার্চ
ভয়াল ছিলো রাত
নির্বিচারে মারলো মানুষ
কাপুরুষের জাত।
ঘুমন্ত বাঙালির ওপর
পাক বাহিনীর দল
পাখির মতো করল গুলি
খাটিয়ে জোর-বল।
অপারেশন সার্চলাইটে
করলো খুনে লাল
সেই ইতিহাস সবার মাঝে
থাকবে চিরকাল।
স্বৈরশাসক ইয়াহিয়ার
ঘৃণিত এই কাজ
জবাব দিতে বাঙালিরা
ধরলো রণের সাজ।
ছাব্বিশে মার্চ নামলো মাঠে
ছাড়লো বাড়ি-ঘর
বিজয় নিয়ে ফিরলো ঘরে
ষোলোই ডিসেম্বর।
নাম:-হিমেল আহমেদ
শিক্ষার্থী, বরেন্দ্র বিশব্বিদ্যালয়, রাজশাহী।
আপনার মূল্যবান মতামত দিন: