আধুনিক সাহিত্যচর্চায় সৈয়দ আলী আহসানকে পাঠ করা প্রয়োজন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ২০:২৭; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর ১৯৬তম মাসিক সাহিত্য আসর

চল্লিশের অন্যতম কবি সৈয়দ আলী আহসান। আধুনিক বাংলা কবিতায় ভিন্নমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন তিনি। 'একক সন্ধ্যায় বসন্ত' কাব্যের মাধ্যমে আধুনিক বাংলা কবিতার স্বকীয় ধারায় নিজেকে প্রবাহিত করেছেন তিনি। গদ্যকবিতার ক্ষেত্রে তিনি নতুনমাত্রা এনে দিয়েছেন। স্বকীয় কাব্যভাষায় স্বদেশকে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন তিনি। তাঁর কবিতার পাঠ আমাদের সাহিত্যচর্চায় সমৃদ্ধির পথ দেখাবে।

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর ১৯৬তম মাসিক সাহিত্য আসরের বক্তব্যে এসব কথা বলেন কবি সায়ীদ আবুবকর।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।

পঠিত লেখার উপর প্রাণবন্ত আলোচনাসহ সভাপতির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ের অধ্যাপক বিশিষ্ট সাহিত্য সমালোচক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান।

লেখা পাঠ করেন পরিচয়ের সহসভাপতি কবি ও গবেষক ড. আবু নোমান, কবি রবিউল মাশরাফি, কবি নুরুল হক, কবি এরফান আলী এনাফ, কবি ও নাট্যকার জামাল দ্বীন সুমন, কবি জোহরুল ইসলাম, কবি শাহীন সৈকত, কবি ফারহানা শরমিন জেনী, কবি মঞ্জিলা শরীফ, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম, কবি শাহানারা খাতুন রহিমা, শাহজাহান মুহাম্মদ, কবি ওয়াহিদ আল হাসান, কবি শাহাদাৎ সরকার, কবি শামসাদ জাহান লিপি, কবি সরদার মুক্তার আলী, কবি শেখ তৈমুর আলম, কবি শফিক ভূইয়া, কবি পি এম শরিফুল ইসলাম, কবি সাকিবুর রহমান, কবি আবু জায়েদ, কবি আল মারুফ, কবি মহীউদ্দীন আজাদ প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top