সিলেটে গণধর্ষণ মামলার ৬নং আসামী গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৪; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৮
-2020-09-29-10-42-55.jpg)
সিলেটের এমসি কলেজে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৬নং আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আসামী মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ।
আসামী মাহফুজুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।
সোমবার রাতে জৈন্তাপুরের হরিপুর এলাকায় মাহফুজুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
মাহফুজুরকে গ্রেফতারের মধ্য দিয়ে এই লোমহর্ষক ঘটনার মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জপুলিশ ও র্যাব।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বামীকে নিয়ে বেড়াতে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মীদের কাছে গণধর্ষণের শিকার হন এক তরুণী।
পরবর্তীতে, এই ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শাহপরান থানায় মামলা করা হয়। খবর-যুগান্তর
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: