একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২০:১৬; আপডেট: ১২ মে ২০২৪ ০৯:৩৭

ফাইল ছবি

১. ৩৭ বিলিয়ন ডলারের বাণিজ্য বৃদ্ধি রহস্যময়: অর্থনীতিবিদদের প্রশ্ন

সর্বশেষ অর্থবছরে, দেশের বাণিজ্য বৃদ্ধি হয়েছে ব্যাপকভাবে, যার প্রবৃদ্ধি ছাড়িয়ে যায় ৩৫ শতাংশ। কিন্তু রহস্যময় এই বাণিজ্য বৃদ্ধিকে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। খবর বণিক বার্তার।

লিঙ্ক

২. ১৭ হাজার প্রতিবেদন করল ৫০ জন নিরীক্ষক

১০ মাসে ১৭ হাজার ৪১টি প্রতিবেদন তৈরি করেছেন মাত্র ৫০ জন নিরীক্ষক। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) এক পর্যবেক্ষণে প্রশ্ন উঠেছে এত কম সংখ্যক নিরীক্ষকের মাধ্যমে এত বেশী সংখ্যক প্রতিবেদন নিয়ে। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৩. কেন এই বিদ্যুৎ বিপর্যয়?

দেশে ঘটে গেল বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয়। ছয় ঘণ্টারও বেশি সময় গত মঙ্গলবার ব্ল্যাকআউট ছিল দেশের অর্ধেকের বেশি এলাকা। এমন বিপর্যয়ের এখনো কূল কিনারা পাওয়া যায় নি। খবর মানবজমিনের।

লিঙ্ক

৪. পণ্য পৌঁছবে দ্রুত সময়ে

পণ্য আমদানিকারক দেশে পন্য পৌঁছাতে বিলম্ব নিরসনে উদ্যোগে নেয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে বিশ্বের প্রধান বন্দরগুলোয় সরাসরি রুটে সময় ও খরচ কমবে অর্ধেক। খবর টিবিএসের।

লিঙ্ক

৫. ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অপরিকল্পিত

দেশের জেলেদের ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সরকার থেকে। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই নিয়ে ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ী ও জেলেদের মাঝে। খবর যুগান্তরের।

লিঙ্ক



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top