জাপানি রাষ্ট্রদূতের ভোটচুরি প্রসঙ্গে দেয়া বক্তব্যের ব্যাখ্যা চাইবে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ২০:০১; আপডেট: ২ মে ২০২৫ ২২:২৪

ফাইল ছবি

বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে এমন ঘোষণা দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির ভোটের আগে বালট বাক্স ভর্তি নিয়ে দেয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর যুগান্তরের।

তিনি বলেছেন, ওই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের দপ্তরে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

গত ১৪ নভেম্বর রাজধানীতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

বিদেশি একজন কূটনীতিকের কাছ থেকে এমন বক্তব্য আশা করেননি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার। বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ।

জাপানি রাষ্ট্রদূতকে নিয়ে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠান আয়োজনকারীদের পেশাদারত্ব নিয়েও প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পেছনে কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হবে।

যুগান্তরের প্রতিবেদনটির লিঙ্ক



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top