জাতির পিতার খুনিকে লালন-পালন করছে যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ ০৩:৪৮; আপডেট: ১ জানুয়ারী ২০২৬ ২০:০৩
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে খুনের আগে জাতির পিতার পরিবার নিয়ে কুৎসা রটানো হয়েছিলো।
তিনি আরো বলেন, খুনিরা চেয়েছিলো মানুষের মন থেকে জাতির পিতাকে মুছে ফেলতে কিন্তু তা তারা পারে নি। আর সেই জাতির পিতার খুনিকে এখন লালন-পালন করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। জুম্মার নামাজের পর চিকিৎসক নেতাকর্মীদের আনাগোনা আরও বেড়ে যায়।
সম্মেলন উপলক্ষে পেশাজীবী চিকিৎসকরা দলে দলে এসে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে দেখা গেছে নানা উৎসাহ-উদ্দীপনা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছে সংগঠনটি।
এনএ

আপনার মূল্যবান মতামত দিন: