৫০ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০৯:১০; আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৪:৫৭
-2022-11-28-22-10-43.jpg) 
                                চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ৩ হাজার ৭৮৯টি কেন্দ্রে ২৯ হাজার ৬৩৯টি প্রতিষ্ঠানের ২০ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
জানা গেছে, রাজশাহীর দুটি, যশোরের একটি, দিনাজপুরের পাঁচটি, ময়মনসিংহের একটি এবং মাদ্রাসা বোর্ডের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
গত বছর পাসের হার শূন্য ছিল ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। সে হিসাবে এ বছর পাসহীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে (৩২টি)৷
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে দুপুর ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
এ বছর সব শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।
এনএ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: