যেকোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে
যেকোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০৯:১৫; আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ২৩:৩০

যেকোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশ হিসেবে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলারও তাগিদ দিয়েছেন তিনি।
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসএসসির ফল গ্রহণকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। সরকার প্রধান তখন বলেন, শিক্ষা খাতকে এগিয়ে নিতে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ফলে শিক্ষা খাত এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপি সরকারের সময় অন্য সব খাতের সাথে পিছিয়ে ছিল শিক্ষাখাত।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গতবার এ পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পাশের হার কমেছে ৬ দশমিক ৬৪ শতাংশ।
#এমএস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: