এলপিজির দাম বাড়লো আরো ৪৬ টাকা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ২১:০৫; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২০:৫৪

ফাইল ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৪৬ টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম দাড়িয়েছে ১,২৯৭ টাকায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের জন্য নতুন দাম ঠিক করেছে। এখন থেকে প্রতিকেজি এলপিজির দাম পড়বে ১০৮.০৮ টাকা।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল রোববার (৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। তিনি জানান, 'আজ বিকেল থেকেই নতুন দাম কার্যকর হবে'।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে বলে জানান তিনি।

এলপিজির ১২ কেজির সিলিন্ডার বেশি ব্যবহার হয় রান্নার কাজে, নভেম্বরে এর দাম ৫১ টাকা বাড়িয়ে ১,২৫১ টাকা করা হয়।

নতুন এক অধ্যাদেশের আওতায়, জরুরি পরিস্থিতিতে সরকার এখন থেকে গণশুনানি ছাড়াই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করতে পারবে। তাই বিইআরসি ঘোষিত নতুন দামটি সরকারের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হবে কিনা– জানতে চাইলে আবদুল জলিল বলেন, সরকারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

তিনি বলেন, 'নতুন দাম বৃদ্ধির বিষয়ে খুব শিগগিরই একটি গ্যাজেট প্রজ্ঞাপন জারি করা হবে'।

বেসরকারি কোম্পানিগুলোর এলএনজি আমদানি সম্পর্কে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান বলেন, এই সিদ্ধান্ত সরকারের, তবে আমদানির লাইসেন্স কমিশনই ইস্যু করবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top