ঋণখেলাপির দায়ে ফিরোজ আলম ব্যাংকের পরিচালক পদ হারালেন।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারালেন ফিরোজ আলম

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২০ ০৭:০১; আপডেট: ৬ জুলাই ২০২০ ০৭:২০

ছবি: অনলাইন থেকে নেওয়া

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন এ এস এম ফিরোজ আলম। তিনি ব্যাংকটির উদ্যোক্তাদের একজন ছিলেন। ঋণখেলাপির দায়ে ফিরোজ আলম ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এ এস এম ফিরোজ আলম এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬) (উ) ধারা বিধান অনুযায়ী এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুয়োগ নেই। জানা গেছে, এর আগে এ এস এম ফিরোজ আলম টানা নয় বছর মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ছিলেন।

সূত্র মতে, গত ২৪ জুন মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত চারজন পরিচালক হিসেবে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তিনজনকে ব্যাংকের পরিচালক হিসেবে অনুমোদন দেয়।

এই তিনজনের মধ্যে রয়েছেন এ কে এম সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহ।

রাজটাইমস/#SA



বিষয়: 1


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top