ব্যারিস্টার রফিক-উল-হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০ ১৭:০৯; আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ১৭:১১
-2020-10-24-11-08-15.jpg)
দেশের প্রথিতযশা আইনবিদ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার রফিকুল। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর।
রক্তশূণ্যতা, ইউরিনসমস্যা সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক।
তত্ত্বাবধায়ক সরকার আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচিত ছিলেন সাবেক এই অ্যাটর্নি জেনারেল।
নিজেকে সেবা ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন ব্যারিস্টার রফিক।
নিজের হাসপাতালে প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: