হরতাল চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ০৯:৩০; আপডেট: ৮ মে ২০২৫ ০২:০৭

ছবি: সংগৃহীত

বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে ইতিমধ্যে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গতকাল নয়াপল্টনে ডাকা মহাসমাবেশে হামলার প্রতিবাদে এই হরতালের ডাক দেয় বিএনপি।

রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সপ্তাহের প্রথম কর্ম দিবস হিসেবে সড়কে সকাল আটটার আগে গণপরিবহন ও কর্মমুখী মানুষের সংখ্যা তুলনামূলক অনেক কম। রাস্তা ফাঁকা। ছাড়ছে না দূরপাল্লার বাস। যাত্রীরা অপেক্ষা করছেন অভ্যন্তরীণ বাসের জন্য।

যাত্রীর সংখ্যাও খুবই কম। গণপরিবহণের জন্য অপেক্ষা করা কয়েকজন যাত্রী বলেন, হরতালের কারণে আজ সড়কে বাস অনেক কম চলছে। অফিসে যেতেই হবে, দীর্ঘ দিন পরে হরতাল হচ্ছে তাই ভয় লাগছে। কিন্তু জীবন ও জীবিকার তাগিদ বলে তো একটা কথা আছে।

ওদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেয়া হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top