শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০ ২০:৩২; আপডেট: ১২ মে ২০২৪ ০৫:৩১

অভিনেত্রী আফসানা মিমি।

প্রবীণ জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পরবর্তী তিন বছরের জন্য এই পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

এদিকে একই পদে একই মেয়াদে নিয়োগ পেয়েছেন সৈয়দা মাহবুবা করিমও।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ হাসান।

তবে নিয়োগপ্রাপ্ত দুই পরিচালকের এখনো বিভাগ নির্দিষ্ট করা হয় নি বলেও জানান তিনি।

নিজের অভিব্যক্তি প্রকাশ করতে হিয়ে আফসানা মিমি বলেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷

আফসানা মিমি সবার নজরে আসেন হুমায়ুন আহমেদ রচিত কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’ এর মধ্য দিয়ে।  এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘চিত্রা নদীর পাড়ের’ মতো কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।  

  •  এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top