হেফাজতের আমির বাবুনগরী মহাসচিব কাসেমী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ২০:৫৫; আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ২১:০৭
শাহবাগে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের’ আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
রোববার (১৫ নভেম্বর) দলটির প্রধান কার্যালয় হিসেবে পরিচিতি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়।
সকাল ১০ টা থেকেই মাদ্রাসার শিক্ষাভবনের ৩য় তলায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন।
দল থেকে পূর্বে পদত্যাগকারী সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রতিষ্ঠার প্রায় ১০ বছর এবং হেফাজতের আমীর আল্লামা শফীর মৃত্যুর পর প্রথমবারের মতো এ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর দলটির আমির আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা।
দলের সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।
- এসএইচ

আপনার মূল্যবান মতামত দিন: