আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ১৩:৪৩; আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:২৪

ছবি: সংগৃহীত

অব্যাহতি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

তিনি ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top