করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০ ২২:৪১; আপডেট: ২ আগস্ট ২০২৫ ০৫:৪১

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৩২ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫২ জন হয়েছে।

গত ২৪ ঘন্টার ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ১ হাজার ৩৫৫ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৫৫৩ জন

একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ৩ হাজার ৩৯৩ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন হয়েছে।

রোববার (১৩ই ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয়
গত ৮ই মার্চ। এর দশদিন পরেই প্রথম মৃত্যুর সংবাদ আসে।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top