বাসস পরিচালনা কমিটির দায়িত্ব পেলেন যারা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ২১:০৬; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০

ছবি: সংগৃহিত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেছে সরকার।

রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সাংবাদিক আনোয়ার আলদীনকে চেয়ারম্যান এবং আরও একাধিক সরকারি কর্মকর্তা, সম্পাদক ও সিনিয়র সাংবাদিককে এই বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে।

বাসস পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রেস, অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পযদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (পদাধিকার বলে), নিউ নেশন সম্পাদক মোকাররম হোসাইন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার সম্পাদক শিরিন ভরসা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নূরে আলম মাসুদ ও বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top