ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ২০:১৪; আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২০:১৬
-2020-12-18-14-14-03.jpg)
ফের বৃদ্ধি করা হল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হয়েছে।
বর্ধিত এই ছুটি আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে দেশের কওমি মাদ্রাসাগুলো ছুটির আওতায় পড়বে না।
প্রসঙ্গত, দেশে মহামারী প্রাদুর্ভাব শুরুর পর থেকে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলমান রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা ছুটি বাড়ায় সরকার। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল।
এদিকে, দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: