কুষ্টিয়ায় এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ২১:০৮; আপডেট: ২ মে ২০২৫ ০৯:৩৩
-2020-12-18-15-07-42.jpg)
আবারও ঘটল ভাস্কর্য ভাংচুরের ঘটনা। এবার ও সেই কুষ্টিয়ায়। জেলার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার কয়া কলেজের সামনে অবস্থিত এ ভাস্কর্যটি ভাংচুর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মজিবুর রহমান।
প্রসঙ্গত, ইতিপূর্বে ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।
ব্রিটিশ বিরোধী এই নেতার আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির কয়াগ্রামে (বর্তমানে কুষ্টিয়া) জন্ম গ্রহণ করেন।
তিনি ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেসময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা ছিলেন বাঘা যতীন।
এই বিপ্লবী প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন আগে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রশিক্ষণ নেন।
মূলত তার মাথা থেকেই বের হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের ষড়যন্ত্র বলে পরিচিত ‘জার্মান প্লট’। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখযুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: