আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য গুমের দায়ে চাকরিচ্যুত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ২১:৪৫; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৪:১৭

আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন। গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করলো।
রোববার গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় প্রাথমিকভাবে চাকরি হারালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য। যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন।
এসব গুম কেনো হয়েছে তার বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে আলাদা কমিশন। সেই কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ। প্রধান উপদেষ্টার দেওয়া সবশেষ জাতির উদ্দেশে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, গুম কমিশনে সাড়ে ৩ হাজার অভিযোগ জমা পড়ার কথা।
গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্যও চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন কমিশন।
আপনার মূল্যবান মতামত দিন: