রোববার ‘ধ্রুবতারা’র উদ্বোধন
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৪৮; আপডেট: ২ মে ২০২৫ ১০:২১

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সম্পূর্ণ নতুন প্রথম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ উড়োজাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
বিমানের উড়োজাহাজ বহরে ইতোমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ক্রয় করা ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি ‘ধ্রুবতারা’। ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
আপনার মূল্যবান মতামত দিন: