হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৫ ১২:৫১; আপডেট: ৫ মে ২০২৫ ১৮:৫৯

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি।
তবে সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সকালে সাংবাদিকদের বলেন, “যে সরকারকে তারা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। বিভিন্ন ইস্যু তৈরি করার উদ্দেশ্যেই তারা এ হামলা চালিয়েছে।”
তিনি আরও জানান, হামলার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে কাজ শুরু করে। এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সূত্র জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে মহানগরের বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়।
পরবর্তীতে রাতভর অভিযানে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে আরও অনেককে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তদন্ত চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: