রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৫ ০৯:৫৯; আপডেট: ২৮ মে ২০২৫ ০৩:১৩

- ছবি - ইন্টারনেট

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই আন্তর্জাতিক সম্মেলন’-এ অংশ নেবেন।

তবে শুধু সম্মেলনে অংশগ্রহণই নয়, এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্ব দিয়ে দেখছে দুই দেশ। সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরের সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপানের কাছে সহজ শর্তে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়া হবে।

এ ছাড়া শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বাংলাদেশের জন্য, বিশেষ করে জাপানের শ্রমবাজারে প্রশিক্ষিত জনশক্তি রফতানির ক্ষেত্রে।

প্রধান উপদেষ্টার সফর ২৯ ও ৩০ মে পর্যন্ত চলবে। সফরের পাশাপাশি নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top