নিখোঁজ ২০০ জনের তালিকা গুম কমিশনে জমা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১৮:৪৮; আপডেট: ১০ জুলাই ২০২৫ ০০:৩৫

- ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শত শত মানুষ গুমের অভিযোগ ওঠে। ক্ষমতার পালাবদলের পরও ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের হাতে তুলে দিয়েছে ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি) নামের একটি সংগঠন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে ইউভিইডির মুখ্য আহ্বায়ক মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল তালিকাটি হস্তান্তর করে।

এ সময় গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউভিইডির পক্ষ থেকে গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা হস্তান্তরের পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতাও চাওয়া হয়। এছাড়া গুমের শিকার হয়েও ফিরে আসা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও কথা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top