গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা-ভাঙচুর

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১৪:৫৬; আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২২:২৫

ছবি সংগৃহিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন-ছাত্রলীগ। এসময় ককটেল বিস্ফোরণও ঘটে। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এরআগে, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে আগুন ও ভাঙচুর করে ছাত্রলীগ। এতে আহত হয়েছেন পুলিশের বেশ কয়েকজন সদস্য।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজন করা হয় সমাবেশ। তবে সে সমাবেশ পণ্ড করতে সক্রিয় হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশে গাড়িতে হামলা চালায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা। মারধর করে এক পুলিশ সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মো. সাজেদুর রহমান। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া, ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে করা হয় সড়ক অবরোধ।

দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top