ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে: ভিসি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৩:০৬; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৫:৪০

- ছবি - ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্সে’র দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। পরে রাত ১টার পর ভিসি বাসভবনের সামনে এসে বিক্ষোভ করেন তারা।

এদিকে, রাত ২টার পর ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত ছিল তা বহাল থাকবে। সেক্ষেত্রে স্ব স্ব হল প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে।

এসময় ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানান শিক্ষার্থীদের। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top