ভয়াল করোনায় দেশে ২৪ ঘন্টায় ৩৫ জনের প্রাণহানি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২০ ২১:০০; আপডেট: ২৯ জুলাই ২০২০ ২১:৪০
বিশ্ব মহামারী প্রাণঘাতী ভয়াল করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। যার আগ্রাসনে নাজুক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও।
দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ৩৫ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও তিন হাজার নয়জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৩২ হাজার ১৯৪।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার (২৯ জুলাই) দুপুরে অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য তুলে ধরেন।
বিস্তারিত তথ্য জানাতে গিয়ে ডা. নাসিমা সুলতানা আরো জানান, নতুন সংযুক্ত একটিসহ ৮২টি পিসিআর-ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ১২৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে তিন হাজার নয়জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩০ হাজার ২৯২ জনে।
সুরক্ষিত থাকতে দেশের সবাইকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
খবর-জাগো নিউজ
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: