নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬ ২১:০৫; আপডেট: ২২ জানুয়ারী ২০২৬ ২২:৫৬

- ছবি - ইন্টারনেট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রচারের জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ঢাকা ১৫ বাসীর সৌভাগ্য যে, জামায়াতের আমির এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি তিনি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কান্ডারী। সারাদেশে তার পক্ষে যে জনজোয়ার নেমে এসেছে, তা ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।

তিনি সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। অন্য কোনো প্লান কাজে দেবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কোনো বৈষম্য মানা হবে না। আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না।

বিএনপির বিভিন্ন কার্ড দেওয়ার ঘোষণা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কার্ড পাক, কিন্তু জনগণ পর্যন্ত এটা পৌঁছাবেতো? ঘুষ দেওয়া লাগবে নাতো? একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্য দিকে ঋণখেলাফিদের প্রার্থী করা হচ্ছে। নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তিনি ১০ দলীয় জোটের মার্কাকে জয়ী এবং হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top