করোনা কেড়ে নিল আরো ৪৮ জনের প্রাণ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২০ ২০:৫১; আপডেট: ৩১ জুলাই ২০২০ ২১:০৯
-2020-07-30-14-55-09.jpg)
মহামারী প্রাণঘাতী ভয়ানক ভাইরাস কোভিড-১৯ এর প্রকোপে বেহাল অবস্থা বাংলাদেশের। কোনভাবেই স্বাভাবিক হচ্ছে না দেশের সার্বিক পরিস্থিতি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরো ৪৮ জনের প্রাণ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন করেছে আরও দুই হাজার ৬৯৫ জনে দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে অধিদফতরটির নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।
সুরক্ষিত থাকতে দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও আহবান জানান তিনি।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: