প্রাণসংহারক করোনা কেড়ে নিল আরো ২২ জনের প্রাণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২০ ২১:০২; আপডেট: ২ আগস্ট ২০২০ ২১:৩৮

অনলাইন বুলেটিনে ডা. নাসিমা সুলতানা

মৃত্যুযম দূত বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। দিনে দিনে বাড়ছে মৃত্যু সংখ্যা।

দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির প্রাদুর্ভাবে মৃত্যু খাতায় নাম লিখিয়েছে আরো ২২ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৫৪ জন।

একইদিনে ভাইরাসটির সংক্রমনে নতুন শনাক্ত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জনে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা রোববার (০২ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান।

সুরক্ষিত থাকতে দেশের সকলকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top