অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায়: প্রধান বিচারপতি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২; আপডেট: ৬ মে ২০২৫ ১৮:৫৭

পুষ্পস্তবক অর্পণে প্রধানবিচারপতি।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে, এবং সেজন্য কাজ চলছে বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের বিচারালয়ের শীর্ষ এই ব্যক্তি জানান, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

বাংলায় রায় দেওয়ার জন্য গত ডিসেম্বরে একটি সফটওয়্যার ব্যবহার শুরু করার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও আইনজীবীরা শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও এ বি এম খায়রুল হক ছাড়াও হাই কোর্টের কয়েকজন বিচারক বিভিন্ন মামলার রায় দিয়েছেন বাংলা ভাষায়।

এছাড়া চলতি মাসেও শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায় দেওয়া হয় বাংলায়।

এর আগেও গতবছর একুশে ফেব্রুয়ারির আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আদালতের রায় লেখার সময় ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারে জোর দেন।

 

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top