স্কুল-কলেজ খোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর পর্যালোচনার নির্দেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৫; আপডেট: ৭ মে ২০২৫ ০০:১৬

ফাইল ছবি

দেশের স্কুল-কলেজ সমূহ কবে নাগাদ খুলে দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। তারাই কবে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

‘কুইকলি খোলা যায় কিনা, কী পদ্ধতিতে খুলব যাতে সেইফটিও ঠিক থাকে, একই সঙ্গে লেখাপড়াও হয়। কারণ এতদিন হয়ে গেছে। অন্যান্য দেশে ভার্চুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান খোলাই আছে। সেইসব দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আপনারা বসে চিন্তা-ভাবনা করেন আমরা খুলে দিতে পারি কিনা।”

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সর্বশেষ শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।

অন্যদিকে, একই দিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। আর হল খুলে দেওয়া হবে ১৭ মে।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top