শাহবাগে ছাত্র ফেডারেশনের প্রতিবাদী মিছিল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:০০; আপডেট: ৭ মে ২০২৫ ০০:৪৮

শাহবাগে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ।

কারাগারে লেখক মুশতাক আহমেদের হত্যা ও শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।

রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায়। শাহবাগ থানার সামনে পুলিশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে মিনিট দুয়েকের মধ্যে পুলিশ মিছিলটিকে ছেড়ে দেয়।

মিছিলটি শাহবাগ মোড় ঘুরে থানার সামনে দিয়ে ফের টিএসসিতে আসেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top