স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা বাম সংগঠনগুলোর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২১ ১৯:৫৬; আপডেট: ৭ মে ২০২৫ ০০:৩৪
-2021-03-01-13-56-06.jpg)
লেখক মুশতাক আহমেদ হত্যার বিচার ও গ্রেফতাকৃত সাত বন্দির মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
সোমবার (০১ মার্চ) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা।
পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখে অগ্রসর হয়। পরে মিছিলটি সচিবালয় মোড়ে আবারও বাধার সম্মুখীন হয় এবং সেখানে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: