মুক্তিযোদ্ধাদের ‘বীরনিবাস’ তৈরি প্রকল্পের অনুমোদন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১ ২১:০০; আপডেট: ১৬ মার্চ ২০২১ ২১:৪৩
-2021-03-16-14-59-50.jpg)
আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরির প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা।
এছাড়া বৈঠকে আরো পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এগুলো তাদের দেওয়া হবে। এ জন্য এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: