করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১৬
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১ ২২:২৪; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৪:০১

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরো ১৬ জনের৷ ফলে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল আট হাজার ৬২৪ জন।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও দুই হাজার ১৮৭ জনের দেহে। ফলে এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ১ হাজার ৫৩৪ জন রোগী। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: