করোনা সংক্রমণঃ শীর্ষ ২০-এ বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ৬ জুন ২০২০ ০৮:১৭; আপডেট: ১৫ মে ২০২৪ ২৩:৫৬

বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ২০ এর মধ্যে। আর এশিয়ার দেশগুলোর মধ্যে অবস্থান হচ্ছে আট নম্বরে।
স্বাস্থ্য অধিদফতরের (৫ জুন) সর্বশেষ বুলেটিনে ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। মারা গেছেন মোট ৮১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন। এ তথ্যের ভিত্তিতেই ওয়ার্ল্ডোমিটারের শুক্রবারের গ্রাফে শীর্ষ ২০ এর তালিকায় ঢুকে যায় বাংলাদেশ।
ওয়েবসাইটটির তথ্যমতে, বর্তমানে সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৩৫ হাজারের বেশি। এর মধ্যে করোনা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে রাশিয়া, চতুর্থ স্থানে স্পেন, পঞ্চম স্থানে যুক্তরাজ্য, ষষ্ঠ স্থানে ইতালি, সপ্তম স্থানে ভারত, অষ্টম স্থানে জার্মানি, নবম স্থানে পেরু ও দশম স্থানে অবস্থান করছে তুরস্ক। এরপর ক্রমান্বয়ে রয়েছে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন ও কাতার। বিশতম স্থানে রয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্তসারা বিশ্বে মারা গেছেন তিন লাখ ৯৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন প্রায় পৌনে ৩৩ লাখ রোগী।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top