করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ২৩:৫৩; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৪:০২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৪৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জনে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও পাঁচ হাজার ৪২ জনের দেহে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ২১৬২ জন। এ নিয়ে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন সুস্থ হলেন।
মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: