লকডাউনে চলবে বইমেলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১ ২০:৫১; আপডেট: ৮ মে ২০২৫ ২১:০৬
-2021-04-04-14-51-07.jpg)
দেশে জারি করা হয়েছে লকডাউন। করোনার সংক্রমণ সামাল দিতে সোমবার (০৫ এপ্রিল) থেকে সাতদিন গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করলেও এ সময়ে বইমেলা চলবে।
তবে পরিবর্তন আনা হয়েছে অমর একুশে বইমেলার সময়সূচিতে। এখন থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
রোববার (০৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা হবে।
একইভাবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
গত মাসের ১৮ তারিখ থেকে বইমেলা শুরু হয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এ পর্যন্ত দুদফায় মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হলো।
শুরুর দিকে, বিকাল ৩টায় মেলা শুরু হয়ে রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার লকডাউনের পরিস্থিতিতে নতুন সময়সীমা ঘোষণা করা হলো।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: