লকডাউন বাড়বে কি না সংক্রমনের উপর নির্ভর করছে: স্বাস্থ্য ডিজি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ২১:৩৫; আপডেট: ৮ মে ২০২৫ ২০:১৪
-2021-04-05-15-35-12.jpg)
মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। এটি পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে, এমনটাই বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।
স্বাস্থ্য ডিজি বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া আছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।
সোমবার (০৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যের ডিজি বলেন, সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে জোরেসোরে প্রচারণা কার্যক্রম চালাবে।
লাডাউনের পরিধি বাড়বে কি না সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না।
ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্য ডিজি বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ ততোটা জোরেসোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে রোববার বেক্সিমকো জানিয়েছে তারা সময় মতো সরবরাহ করতে পারবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: