টিকার কোন সংকট হবে না: প্রধানমন্ত্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ২২:০৪; আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৫৩
-2021-04-05-16-04-13.jpg)
দেশে মহামারী করোনার ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকার কোনো সংকট হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি টিকা চলে আসবে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।
এছাড়া, বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, পরবর্তী বিধি-নিষেধের বিষয়ে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: