ফের আটক 'শিশুবক্তা' মাদানী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১ ২১:৫৬; আপডেট: ৯ মে ২০২৫ ০২:০৬
-2021-04-07-15-56-10.jpg)
ফের আটক হলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আবারো আটক করা হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ইতিপূর্বেও তাকে আটক করা হয়। গত ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু বক্তা’কে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
ওইদিন পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেদিন মুক্তাঙ্গনে মোদিবিরোধী বিক্ষোভ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। ওই বিক্ষোভে যোগ দেন রফিকুল।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: