করোনায় আক্রান্ত এমপি ডিউক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১ ২০:৩৫; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৩:৫৮

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

শুক্রবার (০৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ জানান, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে এমপি ডিউক চৌধুরী ঢাকার বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ এমপির সুস্থতা কামনা করে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের পক্ষে শুক্রবার ও শনিবার তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া তারাগঞ্জ প্রেসক্লাবের পক্ষে তার সুস্থতা কামনা করেছেন প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি আলমগীর হোসেন লেবু ও যুগ্ম-সম্পাদক প্রবীর কুমার কাঞ্চন।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top