ওমানে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১ ২১:৫৯; আপডেট: ১৯ মে ২০২৫ ২২:০২

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ওমান সরকার বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান। তিনি বলেন, ওমান সরকার যে সময় থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছে, সে সময় থেকে ওমানে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

বেবিচক চেয়ারম্যান জানান, তারা নিষেধাজ্ঞা তুলে নিলে আবারও ফ্লাইট চলবে।

মহামারির কারণে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

পরবর্তীতে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ১৭ এপ্রিল থেকে বিষেষ ফ্লাইটগুলো চলছে।

চালুকৃত বিশেষ ফ্লাইট যে আটটি গন্তব্যে তার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটও রয়েছে। ওমান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন বিশেষ ফ্লাইটও বন্ধ রাখতে হচ্ছে।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top