মাস্ক না পড়লেই দোকান বন্ধ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২১ ২১:৫৯; আপডেট: ১০ মে ২০২৫ ০৬:৪৬
-2021-05-03-15-58-51.jpg)
লকডাউনে দোকানপাট ও শপিং মলগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (০৩ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে, ঈদের ছুটি আগের মতো তিন দিনই থাকবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া, ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলতে পারবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় অর্থাৎ দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধই থাকবে। এছাড়া লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: