চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসছে ১০ মে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২১ ২২:১৫; আপডেট: ১০ মে ২০২৫ ০৭:০১
-2021-05-03-16-15-05.jpg)
আগামী ১০ মে চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (০৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভ্যাকসিনগুলো নিজেদের জাহাজে করে আনা হবে।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে।
আগামী ঈদুল ফিতর পর্যন্ত লকডাউন রাখার বিষয়ে তার মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, এই সময়ের মধ্যে কোনো আন্তঃজেলা গণপরিবহন চলবে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: