নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শহীদ মিনারে উপজেলা যুবলীগ সভাপতির অবস্থান কর্মসূচী পালন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১ ১৯:৩৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৩৩

ছবি: সংগৃহিত

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের দাবিতে নাটোরের সিংড়ায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করেছেন উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ।

সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়া শরিফুল ইসলাম শরিফ দুপুরে তাজপুর বাজার শহীদ মিনারে তার কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।

এসময় তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বাধাসহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ এনে প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ দাবি করেন।
শরীফ বলেন, তাজপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মিনহাজ উদ্দিন নিজে আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন। নির্বাচনী প্রচার কাজে মাইকিং করতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী অফিস থাকলেও মিনহাজ উদ্দিনের রয়েছে অন্তত ২০টি অফিস। এনিয়ে প্রশাসনকে বারবার অভিযোগ দিলেও তারা কোন কর্ণপাত করছে না।



বিষয়: ভোট


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top