লিকেজ অনুসন্ধানে মাটি খুঁড়ছে না তিতাস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৪; আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ২০:২৬

বিস্ফোরণে নিহতদের স্বজনদের কান্না (ছবিঃ সংগৃহিত)

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা ২১ জনের প্রাণহানি হওয়া নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লিকেজ অনুসন্ধানে তিতাস কর্তৃপক্ষের মাটি খোঁড়ার করার কথা থাকলেও তা হচ্ছে না।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটি শ্রমিকেরা মাটি খোঁড়ার কাজ করতে গেলে তাদের সেখান থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মসজিদটিতে বিস্ফোরনের ঘটনা ঘটার পর থেকেই পশ্চিম তল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে দুই দিন ধরে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাদের লাকড়ি দিয়ে মাটির চুলায়, কেরোসিনের স্টোভ ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করতে হচ্ছে। অনেকে আবার হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

এলাকাবাসী ও পুলিশের পরামর্শে শ্রমিকদের ফেরত পাঠানো হয়েছে জানান তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম। তিনি বলেন, মাটি খোঁড়ার জন্য শ্রমিক পাঠানো হয়েছিল। তাদের ফেরত আনা হয়েছে। আজকের দিনটি কাজ না করার জন্য এলাকাবাসী ও পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে তিতাসের পক্ষ থেকে বলা পুলিশের পরামর্শের বিষয়টি অস্বীকার করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। পুলিশের পক্ষ থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে কাজ না করার কোনো পরামর্শ দেওয়া হয়নি।’

মূলত এলাকাবাসীর ক্ষোভের বিষয়টি বিবেচনায় রেখে রোববার খনন কাজ বন্ধ রাখা হয়েছে জানান নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা। তিনি বলেন, বিস্ফোরণে মসজিদের ইমামসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতদের লাশ আসছে এলাকায়। সবকিছু মিলিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এ অবস্থায় সেখানে কাজ শুরু করলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কেউ সেখানে রোববার কাজ করবেন না। সোমবার কাজ শুরু করা হতে পারে বলে তিনি জানান।

প্রসঙ্গত, এলাকাবাসী ও মসজিদ কমিটির সভাপতি আনীত অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিস্ফোরণস্থল পরিদর্শন করার পর গ্যাসের লিকেজের বিষয়ে খতিয়ে দেখতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে মাটি খুঁড়ে দেখার নির্দেশ দেন। খবর-প্রথম আলো

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top