রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নুর আলম নেহাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়: | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৫ ১৫:১৩; আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ ১৫:১৬

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আসতে পেরে নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বসিত অবস্থায় দেখা গেছে।

শনিবার সকাল থেকেই রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল আর স্লোগান নিয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জোড় হন মাদ্রাসা মাঠে । এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীরা সুষ্ঠ সুন্দর ভাবে বক্তাদের মূল্যবান বক্তব্য শ্রবন করেন।

বোরহান উদ্দিন নামের এক কর্মী জানান, আমীর সাহেবের অনেক বক্তৃতা শুনেছি কিন্তু কাছে থেকে কখনো দেখা হয়নি। আজকে আমার এ আশাটি সার্থক হয়েছে। আমি মনে করি ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীকে সমর্থন করা উচিত।

তিনি আরো বলেন, সম্মেলন শুরুর আগেই মাঠ কানায় কানায় পুর্ণ হয়েছে। তাকবিরের ধ্বনিতে মাদ্রাসা ময়দান প্রকম্পিত হয়ে ওঠে। নেতাকর্মীদের ও সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। এ আনন্দ থেকে এতদিন স্বৈরাচার হাসিনার জন্য বঞ্চিত ছিলাম।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top